উদ্যোক্তা হওয়ার জন্য দরকার সাহস এবং আত্ববিশ্বাস । ছোট ছোট কিছু ভূলের কারনে অনেকেই হতাশ হয়ে ব্যাবসা থেকে ছিটকে পড়ে । একটু সচেতন হয়ে ব্যবসা শুরু কলে স্বল্প সময়ে অনেক উন্নতি করা যায় । ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের কিছু সাধারন ভূল যেগুলো সচেতন না হলে ব্যবাসায় লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে ।
- ভালোভাবে মার্কেট এবং পন্য রিসার্চ না করে ব্যবসা শুরু করা ।
- মার্কেট চাহিদা না বুঝে মার্কেটিং প্ল্যান ঠিক করে মাঠে নামা ।
- ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট না করা এবং কনট্রোল না থাকা ।
- কমপক্ষে ২ বছর ব্যবসা চালানোর মত পুজি না রাখা ।
- প্রথমে অফিস নেওয়া এবং সেই অফিসে হাইলি ডেকরেশন করা ৷
- ঠিক মতো হিসেব না রাখা এবং ইচ্ছেমতো খরচ করা।
- অযোগ্য এবং অধিক পার্টনার নিয়ে ব্যাবসা শুরু করা ।
- পার্টনারশিপ ব্যবসায় ঠিকমত এগ্রিমেন্ট না করা বা এগ্রিমেন্ট ছাড়াই ব্যবসা শুরু করা।
- পার্টনারদের একে অপরের মধ্যে সঠিক মূল্যায়ন না থাকা ।
- অফিস টাইম মেইনটেইন না করা ৷
- সব জানার ভান করা এবং সুদূরপ্রসারী চিন্তা না থাকা ।
- সঠিক সময়ে না বলতে না পারা।
- শুরু না করে বছরের পর বছর শুধু প্লান করা।
- সিদ্ধান্তহীনতায় থাকা এবং রিস্ক না নেওয়া ।
- প্রবলেম সলিউশন না করে পরের ধাপে চলে যাওয়া।
- প্রযুক্তি ব্যবহার না বুঝা বা প্রয়োগ না করা ।
- অতী লাভের আসায় গ্রাহককে ঠকানো ।
- সময় কম দিয়ে অধিক লাভের আশা করা ।
- কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা বা সঠিক সার্ভিস না দেয়া ।
- ভূল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল দ্বিতীয়বার করা।
- কারো পরামর্শ নিয়ে যাচাই না করে তাই করে ফেলা ।
- উদ্যোক্তাদের সময়ের কাজ সময়ে না করা।
- স্টাফদের উপর বেশি ডিপেন্ড করা।
- ব্যবসা ব্যক্তিগত হওয়ায় কোম্পানি সিস্টেমে ব্যবসা না চলানো।
- কোন পরামর্শ দাতা বা এডভাইজার না থাকা।
- নিজেকে কর্মী হিসাবে প্রতিষ্ঠিত না করে বস হিসাবে ভাব নিয়ে চলাফেরা করা ৷
- প্রয়োজনের তুলনায় বেশি কর্মি নিয়োগ দেওয়া ৷
- পাবলিক রিলেশান সঠিক ভাবে না বাড়ানো ৷
- যে বিজনেস করি ঐ টার সম্পর্কে নিত্য নতুন ধারনা না রাখা ৷
- নির্দিষ্ট একজনের উপর নির্ভরশীল হওয়া ।
- ওয়েবসাইটে অরিজিনাল ছবি না দিয়ে, অন্যের ওয়েবসাইটের বা গুগল থেকে ছবি দেওয়া। এতে কাস্টমার প্রডাক্ট হাতে পাওয়ার পর মনে করে অরিজিনাল প্রোডাক্ট দেয়নি।
- ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের অল্প সময়ে একাদিক প্রজেক্ট চালু করা ।
- কাষ্টমারদেরকে শুধু মোটিভেশন দিয়ে নিম্নমানের পন্য ধরিয়ে দেওয়া ।
- পন্যের স্টক এবং ইনভেনটরি ঠিক না রাখা ।
- লিগ্যাল ডকুমেন্টস ঠিক না রাখা এবং সঠিক সময়ে ভ্যাট, ট্যাক্স প্রদান না করা ।
আরও অনেক কারন থাকতে পারে যার কারনে ব্যাবসাকে বেশী দূর নেয়া সম্ভব হয় না । ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সর্তক থাকতে হবে ।
উদ্যোক্তাদের কিছু সাধারন ভূল থেকে শিক্ষা নিতে হবে ।
Pingback: "নারী উদ্যেক্তা বিকাশে প্রভাবিত বিষয়" শীর্ষক আন্তর্জাতিক জার্নাল প্রকাশিত