কিছু মোটিভেশনাল উক্তি যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে:

 

১. যত বেশী তুমি মূল্যবান হবে, মাথায় রেখো তত বেশী তুমি সমালোচনার পাত্র হবে- নেলসন ম্যান্ডেলা

২. জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগেয়ে যাও।

৩. তোমার লক্ষ এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই।

৪. যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকুরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরই জন্মাবে, মালিক নয়।

৫. ভূল তখই ক্ষমা যোগ্য যখন কেউ সত্য বলে স্বীকার করে নেয়- ব্রুস লি।

৬. ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্ঠা ও যত্নের বিনিময়ে গড়ে উঠে।

৭. জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। তখন বঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন।

৮. ক্ষুদার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দিবে।

৯. মায়ের সাথে কখনও উচ্চ স্বরে কথা বলো না, কারন এই মা-ই তোমাকে কথা বলা শিখিয়েছেন।

১০. লবন এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরনে।

১১. জীবনে ৬ টি নীতি সবসময় মেনে চলো
– পার্থনা করার আগে পরিপূর্ন বিশ্বাস করো।
– কথা বলার আগে মন দিয়ে ভাল করে শোনো।
– খরচ করার আগে উপার্জন করো।
– কিছু লোখার আগে চিন্তা করো।
– হাল ছাড়ার আগে চেষ্ঠা করো।
– মরার আগে বাচঁতে শেখা।
– যথা সম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো।

 

আরও পড়ুনঃ সময়ের মূল্যঃ একটি দারুন অনুপ্রেরণার গল্প।

 

১২. সু সময়ে আশে পাশে ভালবাসার মানুষের অভাব হয় না, সময় খারাপ হলে প্রকৃত ভালবাসার মানুষ ছাড়া পাশে কেউ থাকে না।

১৩. যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর ১ মিনিট সময়ও নষ্ট করো না, কারন সে আসলে প্রকৃতপক্ষে তোমার ছিল না।

১৪. ওর মত কাউকে পাবনা বলে দুঃখ করো না। বরং এটা মনে করে মজা নাও যে, সে তোমার মত কাউকে পাবেনা। তুমি হীরা তাই কয়লা তোমার সাথে শোভা পায় না।

১৫. নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের ভূলগুলোকে সনাক্ত করো এবং সমাধান করো।

১৬. কখনওই ধৈর্য্য হারাবেন না কারন সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারন করে রেখেছেন সময় হলে আপনি তাই পাবেন। আপনার জন্য যা নির্ধারিত নয় তা আপনি কখনই পাবেন না।

১৭. সময় এবং জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, সময় শেখায় জীবনের মূল্য দিতে আর জীবন শেখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে।

১৮. আপনি তখনই সুখী যখন আপনার করো কাছে কোন প্রত্যাশা থাকবে না। প্রত্যাশা সবসময় আপনাকে কষ্ট দিবে। নিজেকে ভালবাসুন, নিজের জন্য যা করবেন সেটুকুই আপনার।

১৯. কাউকে ছোট করো কথা বলার আগে ভেবো যে, অন্য কেউ তোমাকে এভাবে কথা বললে তোমার কেমন লাগতো।

২০. তুমি কাউকে যত বড়ই উপকার করো না কেন, তোমার সামান্য ভূলে সব উপকারের কথা ভূলে যাবে এবং তোমাকে কাঠগড়ায় দাড়ঁ করিয়ে দিবে।

২১. তুমি যদি মনে করো যে তুমি কোন অন্যায় করোনি, তাহলে অন্যের কথায় বিচলিত হইয়ো না।

২২. মনে রেখে, যে কোন খেলায় মাঠের গ্যালারিতে থাকা দর্শকরাই চেচাঁমেচি করে খেলোযাড়রা নয়, তাই ভাল খেলোয়াড় হয়ে উঠো।

২৩. অহংকার রুপের জন্য নয়, গুনের জন্য হওয়া উচিৎ।

২৪. জীবনে হতাশাকে পাত্তা দিও না কারন সময় তোমারও আসবে, শুধু সময়কে সময় দাও।

২৫. নরম কাঁদা একবার পুড়িয়ে ইট হয়ে গেলে শত পানি ঢাললেও আর গলানো যায় না। তেমনই, মানুষের মন একবার ভেঙ্গে গেলে শত আবেগ দিয়েও আর জোড়া লাগানো যায় না।

২৬. আপনি ভাল শুনলে আপনার কাছের মানুষরাই হিংসা করে, আপনি খারাপ আছেন শুনলে সেই কাছের মানুষরাই মনে মনে খুশি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কিছু মোটিভেশনাল উক্তি যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে

মোটিভেশনাল উক্তি