অনলাইন মার্কেটপ্লেসের যে কোনো পন্য আপনি বিভিন্ন সোসাল সাইটগুলোতে মার্কেটিং/প্রোমোট করবেন, পন্য বিক্রি হলে আপনি একটি নির্দিষ্ট পরিমান কমিশন পাবেন। এটাই এফিলিয়েট মার্কেটিং।

ধরা যাক,  ই-বিনিময় একটি জনপ্রিয় মার্কেটপ্লেস থেকে কোন একটি পণ্যের লিংক আপনার সোসাল মিডিয়ার কোন একটি সাইটে শেয়ার করেছেন অথবা আপনার একটি ব্যক্তিগত ওয়েবসাইটে পন্যগুলো সুন্দর করে সাজিয়ে পন্যের ব্যবহারবিধি ও গুনাগুন ব্যাখা করেছেন ।
মানুষ প্রয়োজন অনুযায়ী পন্যগুলো খোজতে গিয়ে আপনার ওয়েবসাইটটি খুজে পেল অথবা আপনার সোসাল সাইটে একটি পোষ্ট দেখতে পেল, তারপর ক্লিক করে ই-বিনিময় সাইটটিতে গিয়ে পন্যটি অর্ডার করল, মজার বিষয়টি হচ্ছে আপনি সেই পন্যের বিপরীতে যে পরিমান কমিশন সেট করা ছিল আপনি সেই কমেশন পেয়ে যাবেন ।
কাজটি করার জন্য আপনাকে ঘর থেকে বাহিরে বের হতে হয়নি, ঘরে বসেই করেছেন, এটাই এফিলিয়েট মার্কেটিং ।

বিঃদ্রঃ আপনাকে অবশ্যই মার্কেটপ্লেসে এফিলিয়েট মার্কেটার হিসাবে রেজিষ্টাার হতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সহজ ভাষায় এফিলিয়েট মার্কেটিং

spellbit-julfiker