একটি ছোট্ট সুন্দর মোটিভেশনাল স্টরি বা গল্প । এই গল্পটি আপনার চিন্তা ভাবনাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সাহায্য করবে বলে আশা করছি। দয়াকরে, পুরো গল্পটি মনযোগ দিয়ে পড়ুন ।

একদিন এক ব্যক্তি দরবেশ বাবার কাছে গেলেন এবং তার সমস্ত সমস্যার কথা খোলে বললেন। তিনি বললেন, দরবেশ বাবা, আমি আমার জীবনে কখনো আনন্দিত হতে পারলাম না। প্রথমে ভেবে ছিলাম যখন চাকরি পাব তখন বাবাকে একটা সুন্দর গাড়ী কিনে দিব কিন্তু সেটা আর হলো না কারণ চাকরি পাওয়ার আগেই আমার বাবা এই পৃথবী থেকে চলে গেলেন । এরপর ভেবেছিলাম চাকরিতে যখন প্রমোশন পাব তখন বউ বাচ্চাদেরকে নিয়ে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব কিন্তু প্রমোশনটাই হলো না। এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমি সব সময় অপেক্ষা করতাম কিন্তু কখনো তা পূরন হয়নি। আমি ভেবে পাচ্ছি না যে,আমি কি করব । আমার মনে হচ্ছে, আমি জীবনে কখনো আনন্দিত হতে পারব না।

লোকটির কথা শোনে দরবেশ বাবা উক্ত ব্যক্তিকে একটি ফুলের বাগানে নিয়ে গেলেন। যেখানে অনেকগুলো গোলাপ ফুল সহ নানা ধরনের গাছ লাগানো আছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুঠে আছে । দরবেশ বাবা ওই ব্যক্তিকে বললেন, তুমি এই ফুলের লাইন দিয়ে দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে আমার কাছে নিয়ে আসো । কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একবার যে ফুল দেখে তুমি এগিয়ে চলে যাবে সেখান থেকে আর ফিরে আসা যাবেনা এবং কোন ফুল সংগ্রহ করা যাবে না। কিন্তু, তোমাকে ফুল আনতেই হবে। তখন ঐ ব্যক্তিটি হাঁটা শুরু করলেন এবং দেখতে থাকলেন, সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল । লোক বুঝে উঠতে পারছিল না কোনটা রেখে কোনটা নিবে ।

 

আরও পড়ুনঃ ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সাধারন কিছু ভূল

 

সে অনেকগুলো বড় বড় ফুল দেখলো, আরও কিছু ছোট ফুলও দেখতে পেলো।কিন্তু কোন ফুলটা সবচেয়ে বেশি সুন্দর সে তো ভেবে পাচ্ছিল না। সবগুলো ফুলই দেখতে খুব সুন্দর। একটা সুন্দর ফুল ধরতে গেলে তার সামনে আরও একটা সুন্দর ফুল সে দেখতে পায়। সে মনে মনে ভাবল সামনে গেলে হয়তো আরো সুন্দর ফুল পাওয়া যাবে। তখন ফুল নিয়ে নিব। এভাবে ভাবতে ভাবতে সে একসময় ফুলের বাগানের শেষ প্রান্তে চলে এলো এবং দেখল সেখানে শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো কোন ফুল নেই। এখন তার আর কিছুই করার নেই । তার মধ্য থেকে যে ফুলটা একটু ভালো মনে হলো সেই ফুলটা তুলে লোকটি দরবেশ বাবার কাছে নিয়ে এলেন।

 



সে দরবেশ বাবার কাছে এসে বললেন, দরবেশ বাবা, যাবার সময় রাস্তায় অনেক বড় বড় অনেক সুন্দর ফুল দেখেছিলাম এবং আমি ভেবেছিলাম হয়তো সামনে গেলে আরো সুন্দর ফুল পাওয়া যাবে। কিন্তু শেষ প্রান্তে গিয়ে দেখলাম কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো কোন ফুল নেই। তাই সেখান থেকে যেটা একটু ভালো মনে হলো সেই ফুলটাই আপনার কাছে নিয়ে আসলাম।

 

তখন দরবেশ বাবা হেসে বলল, হে বৎস,সবচেয়ে সুন্দর ফুলের আশায় তুমি সামনে এগিয়ে যেতে থাকলে আর কত সুন্দর সুন্দর ফুলের মধ্যে থেকে এই শুকিয়ে যাওয়া ফুলটি তুমি নিয়ে এলে।
এখন মনে করো, এই ফুলের বাগানটি তোমার জীবন। আর এই ফুলগুলো তোমার জীবনে আসা ছোট বড় খুশি বা আনন্দ। তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে হয়তো আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে। তুমি আরও ভাল সুন্দর ফুলের সৌন্দর্য খুঁজতে খুঁজতে অবশেষে শেষ পর্যন্ত পৌঁছে গেলে।

ঠিক এরকমই তোমর জীবনে আসা ছোট ছোট খুশি গুলোকে ত্যাগ করেছ, তুমি বড় খুশি পাবে বলে। যখন তুমি বুঝতে পারবে তখন জীবনে আর কোন খুশি থাকবে না। হাজার চেষ্টা করলেও পিছনে ফিরে জীবনের ওই ছোট ছোট সুখগুলোকে আর কখনো ফিরে পাবে না।

 

বন্ধুরা, এই ছোট্ট একটি মোটিভেশনাল স্টরি বা গল্প দিয়ে সবাইকে মনে করিয়ে দেয়ার চেষ্টা করলাম যে, জীবনে আসা ছোট ছোট সুখগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে উপভোগ করতে শিখুন। কালকের জন্য না ভেবে আজকের জন্য হাসি খুশিভাবে সময় কাটান। সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একটি ছোট্ট সুন্দর মোটিভেশনাল স্টরি বা গল্প

মোটিভেশনাল স্টরি বা গল্প-দরবেশ-বাবা